মেসি-নেইমারের বন্ধু, চ্যাম্পিয়ন-আর্জেন্টিনা এবং রানার-আপ ব্রাজিল। আর তুমি আমি হুজুগে বাঙালি

 






একটু ভেবে দেখুন...মেসি-নেইমার দুজনই বন্ধু, কোপা আমেরিকা কাপ-২০২১ এর চ্যাম্পিয়ন-আর্জেন্টিনা এবং রানার-আপ ব্রাজিল। আর তুমি-আমি তাদের জন্য, তাদের দেশের জন্য আমরা আমাদের দেশের প্রতি আমাদের মাতৃভূমির প্রতি অবহেলা, অসম্মান জানাচ্ছি, তাদের জন্য, তাদের দেশের জন্য আমরা আমাদের পাড়া-প্রতিবেশীদের সাথে করছি মারামারি, হাতাহাতি এমনকি কাছের বন্ধুটির সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি ! অথচ সেই আর্জেন্টিনা-ব্রাজিলের ১০০% মধ্যে ৭০% মানুষই আমাদের দেশের নাম জানে না ! তাহলে আমরা কার জন্য এবং কিসের জন্য আমরা এমনি করছি ? আমি এই প্রশ্নটি তাদের জন্যই করছি যারা আর্জেন্টিনা-ব্রাজিল আর মেসি-নেইমার এমন কাজ করছেন, এই উত্তর আমাকে দিতে হবে না, আপনি আপনার বিবেকের কাছে দিলেই, আপনার আমার অজান্তে আমাদের দেশ আমাদের মাতৃভূমি ফিরে পাবে তার ভালোবাসা। আসুন এই "হুজুগে বাঙ্গালী" শব্দটাকে মুছে ফেলি- ডিএম রেজা চৌধুরী রিপন

Post a Comment

0 Comments